রেল লাইন পর হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত রাত ৯ টা ৫০ মিনিট নাগাদ রামনগর এল সি গেটের কাছে । রেল দপ্তর সূত্রে জানা গেছে, রাত ৯ টা ৫০ মিনিট নাগাদ নাম পরিচয়হীন এক যুবক লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার সময় গেটম্যান বাধা দিলেও শোনেননি বলে অভিযোগ । ঠিক সে সময় দীঘা গামী পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেনটি তীব্র বেগে ছুটে আসলে কিছু বোঝার আগেই চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় । রেল পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত মৃত যুবকের নাম ঠিকানা জানা যায়নি তবে মৃত যুবক মানসিক ভারসাম্যহীন কিনা বা আত্মহত্যার জন্য এই পরিকল্পনা, সবকিছু খতিয়ে দেখছে রেল পুলিশ । পরিচয় জানার জন্য অনুসন্ধান শুরু করেছে রেল পুলিশ।