লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রাল এর মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির হল কাঁথি শহরে সেরপুর এর একটি বেসরকারী স্কুলে।

মানসিক স্বাস্থ্য রক্ষা শিবিরে বক্তব্য রাখেন কাঁথি মহকুমা হাসপাতালের ক্লিনিক্যাল মনোবিদ ডাঃ পর্ণা ভট্টাচার্য, অধ্যক্ষ রঞ্জন কুইতি, লায়ন ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর জিএসটি কোঅর্ডিনেটর উমা গিরি, লায়ন ডিস্ট্রিক্ট ৩২২সি১ এল সি এফ এর কোঅর্ডিনেটর রূপক গিরি, কাঁথি প্রভাত কুমার কলেজ এর অধ্যক্ষ ড. অমিত কুমার দে, আমদাবাদ স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রতন কুমার সামন্ত প্রমুখ।

স্বাগত ভাষণ দেন লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রাল এর সভাপতি শুভময় জানা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সম্পাদক সুধাকৃষ্ণ করণ। সমগ্র শিবির টি সঞ্চালনা করেন ক্লাবের অন্যতম প্রাক্তন সভাপতি তথা রেজিওন – ৩ এর চেয়ারপারসন অসীম কুমার মাইতি। শিবির টিকে সফল করে তুলতে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন জয়শ্রী মাইতি , সঞ্জীব মিদ্য। ,শঙ্কর ঘোষ দেবাশিষ পরিয়ারি প্রমুখ।





