শ্রমিক স্বার্থ বিরোধী চারটি শ্রম কোড কার্যকরী করার নির্দেশের প্রতিবাদে সোচ্চার শ্রমিক শ্রেণীর মানুষ। আজ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরকে উত্তাল করে রাজপথে শ্রমিক শ্রেণী। সি আই টি ইউ পরিচালিতবিভিন্ন শ্রমিক সংগঠন প্রতিবাদী পথে নেমেছেন ।

কাজ হারানোর আশঙ্কায় ,শ্রম কোড বাতিলের বিরোধিতা করে কাঁথি সুকুমার সেনগুপ্ত ভবন থেকে কাঁথি পৌর কর্মচারী ইউনিয়ন, ডব্লু বি এম এস আর ইউ, কাঁথি বাজার কর্মচারী, ১২ ই জুলাই কমিটি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েকশ শ্রমজীবী অংশের মানুষের মিছিল কাঁথি সুপার মার্কেট, রাজাবাজার,ক্যানেল পাড়, কালটেক্স মোড, কাঁথি থানা হয়ে পোস্ট অফিসের সামনে জড়ো হয়ে পথসভা করে।

সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা সি আই টি ইউ নেতৃত্ব কানাই মুখার্জি, কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, ডব্লিউ বি এম এস আর ইউ জেলা সভাপতি মিঠুন চক্রবর্তী, কাঁথি পৌর কর্মচারী ইউনিয়নের সম্পাদক কুনাল দাস, ব্যাংক বীমা কর্মচারীদের পক্ষে লক্ষীকান্ত জানা, শ্রমিক নেতা প্রণব পন্ডা মিছিলে নেতৃত্ব দেন প্রণবেশ মাইতি, ঝর্ণা মন্ডল, সুশান্ত ঘোষ,অর্নব মাইতি, কমল তোলা।





