পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির রাজদূত ব্যায়ামাগারের উদ্যোগে এবং কাঁথি লায়নেস ক্লাবের পরিচালনায় মঙ্গলবার সকালে বিনা মুল্যে রক্তের সুগার নির্নয় শিবির অনুষ্ঠিত হয়।

রাজদূত ব্যায়ামাগারের সভাকক্ষে এই শিবিরের প্রায় ৫০ জনের সুগার নির্নয় করা হয়।লায়নেস প্রেসিডেন্ট সুচরিতা চৌধুরীর নেতৃত্বে লায়নেস সদস্যরা শিবিরটি পরিচালনায় করেন।

পরে কাঁথি লায়ন্স ক্লাব ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চিকিৎস্যকদের দ্বারা বিনা মুল্যে চক্ষু পরীক্ষা করানো হয়।শিবিরে পাঁচ জনের চোখে ছানি ধরা পড়েছে।শীঘ্রই এদের ছানী কাটানো হবে
Post Views: 10





