প্রদীপ কুমার সিংহ:-সকালবেলায় স্বাস্থ্য কেন্দ্রে কর্মীরা এসে দেখে দরজার তালা ভাঙ্গা এবং দরজা খোলা, ভেতরে একই ভাবে খোলা আলমারিও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাপুর থানার সোনারপুর সাহেবপুর স্বাস্থ্য কেন্দ্রে।
স্বাস্থ্য কেন্দ্রের স্টাফের জানিয়েছেন সকালবেলা তাঁরা যখন স্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন দেখেন স্বাস্থ্য কেন্দ্রের নিচের তলার সবকটি দরজার তালা ভাঙ্গা এবং ঘরের ভেতর আলমারির দরজা হাট করে খোলা।তবে এই স্বাস্থ্য কেন্দ্রে কি চুরি হয়েছে তা সঠিক বলতে পারেনি। এই ঘটনা বৃহস্পতিবার রাতে হয়েছে বলে মনে করছে স্টাফেরা। এলাকায় চাঞ্চল ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে।
সোনারপুর থানায় অভিযোগ করলে পুলিশ ওই স্বাস্থ্য কেন্দ্রে তদন্ত করতে আসে।
Post Views: 16