বাইকের ধাক্কায় এক মৎস্যজীবী সাইকেল চালক গুরুতর জখম হলো মঙ্গলবার সন্ধ্যায়। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কাঁথি মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে কাঁথি সোলার রাস্তার নয়াপুট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওষুধ কেনার জন্য সাইকেলে করে কাঁথি এক ব্লকের দেশ দত্তপাড়া গ্রামের বাসিন্দা অনন্ত বের কাঁথি আসছিলেন। এমন সময় নয়াপুট সংলগ্ন এলাকায় অপর দিক থেকে যাওয়া বাইক চাল অনন্ত বেরা কে সাইকেলের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।বাইকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয় অনন্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষীনারায়ণ জানা বলেন অনন্ত বেরা কে এই মুহূর্তে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছেন ডাক্তার। অবস্থা স্থিতিশীল হলে তাকে কলকাতার কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। তার পরিবারের পাশে তুমি থাকার আশ্বাস দিয়েছেন। মৎস্যজীবী সংগঠনের সভাপতি আমিন সোহেল জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তা সুস্থতার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
