Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

রাস পূর্ণিমায় দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া ভীড়

আজ শিখগুরু গুরু নানকের জন্মদিন ও রাধা কৃষ্ণের রাস পূর্ণিমা। আবার এই মাসটিকে দামোদর মাস হিসেবে বলা হয়ে থাকে। তাই হিন্দু ধর্মালম্বী মানুষেরা এই মাসটিকে পবিত্র মাস হিসেবে বলে থাকেন। এবং এই মাসটি তারা নিরামিষ ভোজন করেন পূণ্য অর্জনের জন্য দান ধ্যান করে থাকেন। আজ যেহেতু রাস পূর্ণিমা তাই তারা হাজার প্রদীপ জ্বালিয়ে দীঘায় সমুদ্রে স্নান সেরে বাড়ি ফেরলেন বহু পুণ্যার্থী।

 

তাই সকাল থেকে চলছে সমুদ্র স্নান আরতি প্রদান সেইসঙ্গে পুলিশের তরফ থেকে কড়া নজরদারি মাইকে প্রচার এবং সমুদ্রের স্পিড বোর্ড নামানো হয়েছে।দিঘায় এই প্রথমবার জগন্নাথ মন্দিরে রাজপুর উৎসবের আয়োজন করা হয়েছে মহাসমারহে। এই অনুষ্ঠানকে ঘিরে মন্দিরকে আলোক শয্যায় সজ্জিত করে রকমারি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের অন্যতম কর্মকর্তা রাধারমন দাস জানিয়েছেন আজ মহাপ্রভু ও রাধা কৃষ্ণের কাছে ৫৬ ভোগ নিবেদন করা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে মঙ্গলারতি বিশেষ পূজা পাঠ চলছে। চোখে পড়ার মত ভক্ত সমাগম হয়েছে।

 

সব দেখার জন্য ভিন রাজ্য ও বিদেশের বিভিন্ন পর্যটক এসে হাজির হয়েছেন দিঘা পর্যটন শহরে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু পর্যটক আশায় হোটেল ব্যবসায়ীরা ভীষণভাবে খুশি। বিপুল পরিমাণ মানুষের সমাগমে নিরাপত্তা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমুদ্রের প্রতিটি ঘাটে বিশেষ নজরদারি শুরু করেছে নুলিয়া, বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশ প্রশাসন।

Related News

Also Read