পরিবেশ দূষন নিয়ন্ত্রনে কাঁথিতে বৃক্ষরোপন - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

পরিবেশ দূষন নিয়ন্ত্রনে কাঁথিতে বৃক্ষরোপন

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরকে দূষণমুক্ত করতে আজ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা হলো।

শহরের ৯ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, কাউন্সিলর লীনা দাস মহাপাত্র,উত্তম দাস মহাপাত্র, সুশান্ত মান্না ও হিমাংশু মান্না সহ ওয়ার্ড বাসীগণ ।

পৌর প্রধান সুপ্রকাশ গিরি বলেন শহর জুড়ে যে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির আজ বিশ্ব পরিবেশ দিবসে শুভ সূচনা হলো ৯ নম্বর ওয়ার্ডে শতাধিক বৃক্ষরোপন করে। আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি হবে।

Related News

21:28