রেমাল ঝড়ের আতঙ্কে গ্রামবাসী যখন গৃহবন্দী ঠিক সেই সময় এক রাত্রিতে দুষ্কৃতকারীরা তিনটি মন্দিরের তালা ভেঙে লুট করল সর্বস্ব।রবিবার গভীর রাতে এগরা ২ ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি মন্দির তালা ভেঙ্গে চুরি করল দুষ্কৃতকারীরা। জানা গেছে বাথুয়াড়ি গ্রামের শীতলা মন্দির এর প্রনামি বাক্স ভেঙ্গে প্রায় ৩০ হাজার টাকা নগদ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যয়।পাশেই পাহাড়পুর এলাকায় মহাকাল মন্দিরে প্রাই ৭টি সোনার পদক, ৭ টি রুপোর চেন, ১৫ থেকে ২০ টি তাবিজ চুরি করে নিয়ে যায়।
তার পাশেই অবস্থিত হনুমান মন্দিরে তালা ভেঙ্গে প্রায় ৫ টি রূপোর তাবিজ চুরি করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এগরা থানায় অভিযোগ জানালে সকাল দশটা নাগাদ পুলিশ এসে এলাকা পরিদর্শন করে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামবাসীর দাবি দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগেও একাধিকবার মন্দির চুরির ঘটনা ঘটে ঘটেছে। পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে পারেন।
