Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

মায়ের কিডনিতে ছেলের জীবন ফিরবে ! খরচের টাকা নিয়ে দিশেহারা এগরার ভুঁইয়া পরিবার

এক অসহায় পরিবারের জীবন-মৃত্যুর লড়াই চলছে এগরা ১ ব্লকের কুদি-রাসন চকবন্দি গ্রামে। দিনমজুর বীরেন্দ্র ভুঁইয়া ও তাঁর স্ত্রী গৌরী দেবীর একমাত্র ছেলে বিকাশ ভুঁইয়ার দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে। ওড়িশার এইমস হাসপাতালে চলছে চিকিৎসা।

চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু সেই চিকিৎসার খরচ প্রায় ৬ লক্ষ টাকা। সংসারের হাল ধরার মতো জমি-জায়গা কিছুই নেই। দিন আনে দিন খায় সংসার চলে বীরেন্দ্রবাবুর। এমন পরিস্থিতিতে নিজের ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছেন মা গৌরী দেবী। নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন তিনি।

কিন্তু মূল সংকট টাকায়। এত বিশাল অঙ্কের চিকিৎসার খরচ কিভাবে জোগাবে পরিবার—সে দুশ্চিন্তায় কুঁকড়ে গিয়েছে গোটা পরিবার। ইতিমধ্যেই এলাকাবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

এই অসহায় অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিপিএম নেতৃত্ব। এগরা ১ ব্লকের সিপিএম নেতা তপন মাইতি জানান, “আমরা দলীয় উদ্যোগে প্রথমে ১০ হাজার টাকা সাহায্য করেছি। আমরা পাশে আছি এবং আগামীদিনেও এই পরিবারের জন্য যা সম্ভব হবে করব।”

স্থানীয় স্তরে আরও মানুষ যাতে এই বিপদে পাশে দাঁড়ান, তারও আহ্বান জানানো হয়েছে। গরিব, দিনমজুর পরিবারের এই সংগ্রাম ও মায়ের আত্মত্যাগের কাহিনি ইতিমধ্যেই মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এখন দেখার, বড় মঞ্চ থেকে কেউ এগিয়ে আসে কি না এই পরিবারকে নতুন জীবনের আশ্বাস দিতে।

Related News

Also Read