Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

বৃষ্টির জল ধরে রাখা উদ্যোগ রাজপুর সোনারপুর পৌরসভা ।

প্রদীপ কুমার সিংহ :- বহুদিন ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকায় পানীয় জলের খুবই সমস্যা হচ্ছে। গ্রীষ্মকালে এলাকার মাটি থেকে জলে স্তর এত নিচে নেমে যায় পানীয় জলের খুবই সমস্যা হয়। সেই জলের স্তর কে ঠিক রাখার জন্য সোনারপুর রাজপুর পৌরসভার অভিনব পদ্ধতি গ্রহণ করছে। প্রসঙ্গত
সোনারপুর জুড়ে নামছে জলস্তর ৷ জলস্তর বাড়াতে এবার বড় পদক্ষেপ রাজপুর সোনারপুর পুরসভার ৷ দক্ষিন ২৪ পরগনা জেলার মধ্যে এই প্রথম এই পদক্ষেপ নিল কোনও পুরসভা ৷ বৄষ্টির জল ধরে রেখে পাইপ লাইনের মাধ্যমে সেই জল পাম্প করে পাঠানো হবে ভুগর্ভে ৷ পরীক্ষামুলকভাবে প্রাথমিক সেইকাজ শুরু হয়েছে রাজপুর সোনারপুর পুরসভার মহাময়াতলার জয়হিন্দ অডিটোরিয়ামে ৷

বৄষ্টির সময় অডিটোরিয়ামের ছাদে যে জল পড়ে সেই জল সংরক্ষন করা হবে ৷ তারপর সেই জল পাঠানো হবে ভূগর্ভে ৷ যাতে আগামী দিনের পানীয় জলের সমস্যা না পড়ে।এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান জানান এরফলে কিছুটা হলেও জলস্তর নেমে যাওয়া আটকানো সম্ভব হবে ৷

প্রাথমিকভাবে জয়হিন্দ অডিটোরিয়ামে এই কাজ শুরু হলেও ধীরে ধীরে পুরসভার অন্যান্য যে সমস্ত অফিস আছে সেখানেও এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ৷ এলাকায় যে সমস্ত বড়বড় আবাসন আছে তাদের কাছে এই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আবেদন জানানো হচ্ছে বলে জানান তিনি ৷ পুরসভার জল বিভাগের পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল জানিয়েছেন মানুষকে সচেতন করতেও তাদের এই উদ্যোগ ৷

পুরসভার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ৷ পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন এই অডিটোরিয়ামের কাছে ১০০০০ লিটার রিজাব ঘর করা হবে ।সেখান থেকে ভুগর্ভস্ত জলটা পাইপের মাধ্যমে পাঠানো হবে। আগামী দিনে যাতে এই জল মানুষ ঠিকমতো পরিষেবা নিতে পারে তার জন্য এই প্রকল্প আনা হয়েছে।

Related News

Also Read