রাজ্য জুড়ে চলা একাধিক বিতর্কের মধ্যেও পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়ে বেশামাল হয়ে গেলে বিরোধীরা।জোট গড়েও ৬৮টি আসনের মধ্যে মাত্র ৭টি আসনে জয়ী হতে পেরেছে বাম- কংগ্রেস -বিজেপি প্রার্থীরা।
রবিবার সকাল থেকেই তমলুকের ডিমারিতে ত্রিশক্তি সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিলো।এই সমবায় সমিতির মোট মোট ৬৮টি আসন।
বিকালে ফলাফল ঘোষনার পরে দেখা গেল তৃনমূল প্রার্থীরা ৬৮টি আসনের মধ্যে ৬১টি আসনে জয়লাভ করেছে।বিজেপির প্রার্থীরা মাত্র ২ টিতে জয়লাভ।এছাড়া সিপিএম ,কংগ্রেস এসএমসিআই জোট ৫টি আসনে জয়লাভ করেছে।
Post Views: 12