ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতকারীদের পাকড়াও করে ডাকাতি রুখে দিল কাঁথি থানার পুলিশ। কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানিয়েছেন কাঁথি রেল স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। গোপনে খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকা ঘিরে ফেলে।
কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে গেলেও দুজনকে গ্রেফতার করে। ধৃত কাঁথি শহরের মনোহরচক এর বাসিন্দা শাহরুখ আলি খান ও মারিশদা থানার হৈবতপুর গ্রামের বাসিন্দা মানস দাস কে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কাঁথি থানার আইসি জানিয়েছেন কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। এর পেছনে আর কারা যুক্ত তাদের সন্ধান চলছে।

Post Views: 12