শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করলো এক যুবক।সেই হামলার জেরে গুরুত্বর আহত হয়েছেন এই গৃহবধূ।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের।
স্থানীয় সূত্রে খবর বিবাহিত মুসলিম মেয়েটির নাম আমিনা খাতুন। স্বামীর নাম শেখ হাবিবুল্লা, বাড়ি মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।
আমিনা খাতুন দু বছরের একটি শিশু কন্যাকে নিয়ে বাঁকা গাজীপুরে বাবার বাড়িতে ছিল। হঠাৎ তাঁর স্বামী হাবিবুল্লা এবং তার দু’জন বন্ধু আমিনার বাবার বাড়িতে এসে বাড়ির ইলেকট্রিকের জাম্পার ফেলে ভোজালি দিয়ে খুন করার চেষ্টা করে। বর্তমানে আমিনা খাতুন রক্তাক্ত অবস্থায় তমলুক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে।
আমিনা খাতুনের মা ও বৌদি জানিয়েছেন, হাবিবুল্লা প্রতি নিয়ত মদ খেয়ে এসে আমিনা খাতুন এর উপর মারধর করত। হাবিবুল্লার অত্যাচারে আমিনা খাতুন বাবার বাড়িতে দু বছরের কন্যা শিশুকে নিয়ে এসে আশ্রয় নেয় । বিবাহ বিচ্ছেদের জন্য একটি মামলার প্রস্তুতিও চলতে থাকে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। এমনি ঘটনার তথ্যে মহিষাদল ব্লকের বিডিও ও মহিষাদল থানার পুলিশ কে জানানো হয়েছিল বলে খবর।






