খেজুরীর জরারনগর অরুনোদয় সংঘের পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী কোজাগরি লক্ষী পূজা উপলক্ষে বিভিন্ন খেলাধুলো ও ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক হরেন্দ্রনাথ পাল।
উপস্থিত ছিলেন খেজুরি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক,বিমান কুমার নায়ক,শিক্ষক অশোক কুমার আদক,কবি সাহিত্যিক সমরেশ সুবোধ পরিয়া প্রমুখ।
Post Views: 8