রবিবার গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ে ছারখার হয়ে গেল প্লাস্টিক কারখানা।এই দুর্ঘটনার জেরে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ।বারুইপুর থানার মল্লিকপুর পাঁচঘড়া ক্ষীরিশতলায় কয়েক ঘন্টা পরেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংকের রেশ কাটেনি।যদিও হতাহতের খবর নেই।
জানা গেছে রবিবার গভীর রাত্রে সইফুদ্দিন শেখের প্ল্যাস্টিক কারখানায় এই আগুন লেগে যায়। কী থেকে এই আগুন তা এখনো পরিস্কার নয় ।স্থানীয় বাসিন্দারা আগুনের শিখা বেরোতে দেখে পুলিশ ও দমকলে খবর দেয়। মল্লিকপুর ক্যাম্পের পুলিশ ও বারুইপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কয়েকঘণ্টার চেষ্টায় পুরো আগুন নেভানো যায়।

Post Views: 72





