Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

“ওয়ার্ল্ড পপুলেশন উইক” উপলক্ষে মায়েদের নিয়ে সেমিনার কাঁথিতে

“ওয়ার্ল্ড পপুলেশন উইক” উপলক্ষে মা ও শিশুর সুরক্ষায় লায়ন্স ক্লাব অফ কন্টাই-র উদ্যোগে কাঁথি দারুয়ায় রহমানিয়া হাই স্কুলের সভাকক্ষে স্থানীয় মায়েদের মধ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মা ও শিশুর সুস্বাস্থ্যের গুরুত্ব, পরিবার পরিকল্পনার নতুন নতুন সরকারি পদ্ধতি, অন্বেষা ক্লিনিক, অ্যান্টিনেটাল চেকআপ, ইনস্টিটিউশনাল ডেলিভারি ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার সহ-সভাপতি  ডা: অনুতোষ পট্টনায়ক এবং ডা: নন্দিতা পট্টনায়ক।

সেমিনারে সভাপতিত্ব করেন এবং স্বাগত ভাষণ দেন প্রেসিডেন্ট  শান্তনু গিরি । ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক ফরিদ মল্লিক এবং গোলক চন্দ্র বিশ্বাস।

Related News

Also Read