প্রদীপ কুমার সিংহ :- আর জি কর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে।. আজ বারুইপুরে ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলা অফিসের সামনে বসে রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামলেন ভারতীয় জনতা পার্টির বেশ কিছু সদস্য।. হাতে বিভিন্ন রকম প্লেকার্ড ও ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে রাস্তার উপরে বসে রাস্তা অবরোধ করেন। দিতে থাকেন বিভিন্ন রকম স্লোগান।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিজেপির বারুইপুর এক নম্বর মন্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী,বিজেপির রাজ্য কমিটি সদস্য সত্যপ্রিয় চক্রবর্তী সহ বেশ কিছু বিজেপি কর্মীরা। সত্য প্রিয় মুখার্জী বলেন আর জি কর হাসপাতালে কয়েকদিন আগে মহিলা ডাক্তার নৃশংস খুন ও ধর্ষণের প্রতিবাদে সেই সঙ্গে ১৫ ই আগস্ট গভীর রাতে আর জি কর কলেজে যেসব তান্ডব চালানো হয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। কলকাতা হাইকোর্টের থেকে নির্দেশ দিয়েছে এই কেসটি সিবিআই তদন্ত করবে। এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন আগেই প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তৃণমূল সরকার এইবার দুষ্কৃতির দ্বারা আরো তাণ্ডব চালিয়ে এই জঘন্য ঘটনা প্রমান লোপাট করে। যতক্ষণ না আসল হত্যাকারীকে ধরা হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।
