প্রদীপ কুমার সিংহ :- দুজন বিজেপি কর্মীকে মারধর করায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগ্রাম এলাকায় মঙ্গলবার রাতে।
বিজেপি কর্মীদের নাম উত্তম নস্কর (৩২) ও অরূপ নস্কর (৩৫)। বাড়ির নবগ্রাম এলাকায়।

বিজেপি পূর্ব জেলার সভাপতি উত্তম করে সঙ্গে কথা বলে জানা যায় উত্তম নস্কর ও অরূপ নস্কর এরা দুই ভাই। বিধানসভা ভোটের পর থেকেই বাড়ি ছাড়া ছিল ।মঙ্গলবার এদেরকে জয়নগর থানার এলাকা থেকে তুলে নিয়ে এসে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী মারধর করে। তাদেরকে আটকে রাখে বলে অভিযোগ ।
পরে খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ।তাদের হাতে পায়ে বিভিন্ন জায়গায় আঘাত আছে বলে সুত্রের দাবি।

তারা এখন বারইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী এই হামলার বিষয়ে বলেন যত সাট্টা জুয়া মদ ব্যবসায়ী যারা তারা প্রত্যেকেই বিজেপির পার্টি কর্মী । যদিও এই নিয়ে তার কিছু বলার নেই। তার দাবী বেশ কিছুদিন আগে এরা তৃণমূল কর্মীদের ওপর মারধর করেছিল ।তার জন্য কিছু তৈরি তৃণমূল কর্মী আহত হয়েছিল ।সেই নিয়ে থানায় একটি লিখিত ডাইরিও করা হয়েছিল। তার জেরে কিছু হয়ে থাকতে পারে। বলেন যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে মেরে থাকে তাহলে তারা খুবই অন্যায় করেছে। যদি তৃণমূলে কোন কর্মী তাদেরকে মারধর করে তাহলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে ।এই ব্যাপারে তার কোন কথা বলার নেই।
বিষয়ে বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয় বিজেপি কর্মীর পক্ষ থেকে। কিন্তু বুধবার সকালে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয় এই ঘটনার কারণে তারা অভিযোগ করে তৃণমূলে কর্মীরাও মারধর খেয়েছে এদের কাছ থেকে।

বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব জেলা বিজেপির সভাপতি উত্তম করে নেতৃত্বে মঙ্গলবার ঘটনায় একটি মিছিল বার করে সেই সঙ্গে কিছুক্ষণ পথ অবরোধ ও থানা ঘেউ করে। মিছিলটি বের হয় বারইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসের সামনে দিয়ে তা যায় বারুইপুর থানা পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ জন বিজেপি কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি বের হয় সকাল সাড়ে এগারোটা নাগাদ বারুইপুর থানার কাছে এসে রাস্তায় প্রায় ১৫ মিনিট বসে পড়ে পথ অবরোধ করে। প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা ছিল এই কর্মসূচি জন্য। পরে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় ও একটি ডেপুটেশন জমা দেয় উত্তম কর আরো বলেন তৃণমূলের যেসব কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করেছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে।
পুলিশ সূত্রে খবর নবগ্রাম বুথের তৃণমূলের সভাপতি উত্তম দাস কে গ্রেফতার করা হয়েছে।
