সুতাহাটায় আবারো উদ্ধার ৩টি উট - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

সুতাহাটায় আবারো উদ্ধার ৩টি উট

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার পুলিশ আবারো তিনটি উট উদ্ধার করল। বাসুলিয়া এলাকা থেকে রবিবার সাতটি উট উদ্ধার করার পর মঙ্গলবার লুকিয়ে রাখা আরও তিনটি উট উদ্ধার করল সুতাহাটা থানার পুলিশ।

 

সূত্রের খবর এই উটগুলি রাজস্থান থেকে চোরাপথে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে পাচার করার জন্য। এই নিয়ে সুতাহাটা থানা মোট ১০টি উট উদ্ধার করে থানায় রেখেছে।

 

বিষয়টি রাজ্য প্রাণী দপ্তরকে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই উটগুলিকে নিয়ে থানা কর্তৃপক্ষ বিপাকে পড়েছে বলে জানা গেছে। এই উট উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে।

Related News

10:01