প্রদীপ কুমার সিংহ :- চারদিনের পুলিশ হেফাজত শেষে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আজ আবার বারুইপুর আদালতে তোলা হয়।
কলকাতা লেদার কমপ্লেক্স থানার একটি মামলায় তাকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার আগে গাড়ি থেকে নামার সময় নওশাদ সিদ্দিকী উপস্থিত সংবাদমাধ্যম ও জনতাকে উদ্দেশ্য করে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের রেজাল্ট জানতে চান।
গাড়ি থেকে নামার সময় বিধায়কের সাথেনপুলিশের কিছুটা বাক যুদ্ধ হয়। নওশাদ সিদ্দিকী পুলিশের কাছে প্রশ্ন তোলেন আমাকে হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পার্থ চট্টোপাধ্যায় হলে তার গায়ে এইভাবে হাত দিতে পারতেন। বিচারক এই মামলার জন্য নওশা সিদ্দিকীকে ১৪ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন

Post Views: 68





