Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

যৌথ উদ্যোগে শুরূ হলো হাতে কলমে বিজ্ঞান শিক্ষা শিবির

বিদ্যালয়ে পূজাবকাশ চলছে, শিক্ষার্থীদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে উদ্যোগ নিল সায়েন্স সেন্টার, মেদিনীপুর ও মেদিনীপুর কলেজ সেন্টার ফর সাইন্টিফিক কালচার।
মেদিনীপুর কলেজে এই শিবির দুটি অংশে ভাগ করা হয়েছে। ১৮ ও ১৯ অক্টোবর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ও ২০ থেকে ২২  অক্টোবর অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
শহরের বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৪০ জন ও অষ্টম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী এই শিবিরে অংশগ্রহণ করবে।
শিবিরের প্রথম দিনে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ কুমার পান বলেন আমাদের উদ্দেশ্য থাকে বিদ্যালয়ের অবসরে শিক্ষার্থীদের মধ্যে হাতে কলমে বিজ্ঞান শেখার আনন্দ ও প্রয়োজনীয়তা একসাথে অনুভব করানো।
শিক্ষার্থীদের পদার্থবিদ্যা বিষয়ে হাতকলমে কাজ করান মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ সুভাষ চন্দ্র সামন্ত।ডঃ সামন্ত বলেন, বিদ্যালয় স্তরেই শিক্ষার্থীদের মধ্যে হাতে কলমে বিষয় ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা গুলি করে দেখার অভ্যাস গড়ে তুলতে হবে তবেই আমরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দক্ষ শিক্ষার্থী গড়ে তুলতে পারব।

Related News

Also Read