পশ্চিম মেদিনীপুরের অগ্রণী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান লাস্য ডান্স একাডেমীর দশম বর্ষপূর্তি উৎসব ও চতুর্থ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহের স্বর্গীয় দিলীপ ভট্টাচার্য স্মৃতি মঞ্চে। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন উপস্থিত দর্শক বৃন্দ। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার অধ্যক্ষা বিশিষ্ট নৃত্যশিল্পী তপস্বিনী ভট্টাচার্য। শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, রবীন্দ্র নৃত্য, আধুনিক নৃত্য সহ বিভিন্ন আঙ্গিকের নানা ধরনের নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপহার দেন লাস্য ডান্স একাডেমীর একঝাঁক কলাকুশলী। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গীতিনাট্য “ভানুসিংহের পদাবলী’।যা উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে নেয়।দশম বর্ষপূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে “প্রায়ানাম” নামে একটি স্মারক পত্রিকা প্রকাশিত হয়।
অনুষ্ঠানে শিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত চক্রবর্তী, গড়বেতা কলেজের অধ্যক্ষ ড.হরিপ্রসাদ সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে,বিদ্যাসাগর পুরস্কার জয়ী লেখিকা, সমাজকর্মী রোশেনারা খান, বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল, বর্ষীয়ান নৃত্যশিল্পী সবিতা মিত্র,সাহিত্যিক বিদ্যুৎ পাল, প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী, সংস্কৃতিপ্রেমী লক্ষণচন্দ্র ওঝা, জয়ন্ত মন্ডল সহ অন্যান্য গুনীজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্ণব রেরা ও শতাব্দী গোস্বামী চক্রবর্তী। অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি ইন্দ্রনীল মাইতি সহ লাস্য ডান্স একাডেমী পরিবারের অন্যান্য সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরা।অনুষ্ঠান সাফল্য মন্ডিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান একাডেমীর অধ্যক্ষা তপস্বিনী ভট্টাচার্য।