যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল বাইক চালক ও আরোহী। ঘটনাটি ঘটেছে পটাশপুর দুই ব্লকের পাকুরিয়া মোড়ে। অভিযোগ রাজ্য সড়কের দুই ধার দখল করে পড়ে রয়েছে মোটা মোটা কাঠের গুড়ি। সেই কারণে নিত্যদিনই ঘটছে বড়সড় দুর্ঘটনা। রবিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস ললাট- হেঁড়িয়া রাজ্য সড়কে হেঁড়িয়ার দিকে যাওয়ার সময় পটাশপুর ২ ব্লকের কাখুরিয়া আশ্রম মোড়ের কাছে বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছে বাইক চালকসহ বাইকে থাকা অপর এক ব্যক্তি।
দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।তবে এই ঘটনায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা রাজ্য সড়কের দুই ধার দখল করে ফেলে রেখেছে মোটা মোটা কাঠের গুড়ি। বহুবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ এসে অবরোধ মুক্ত করে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক করে।