Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

২১জুলাইর প্রস্তুতি সাথে সম্বর্ধনা পাঁশকুড়ায় ।

আগামী কাল ২১ শে জুলাই, কোলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সভা।আর এই সভাকে সফল করর উদ্দেশ্যে দূরবর্তী জেলা থেকে এখন থেকেই তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের দক্ষিণ চাঁচিয়াড়া হাটে প্রতাপপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে করা হলো ২১ শে জুলাই শহীদ সভা উপলক্ষে প্রস্তুতি সভা।

সেই সাথে এদিন প্রতাপপুর ১ অঞ্চলের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের করা হলো সংবর্ধনা।এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়,বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম, পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তথা জয়ী পঞ্চায়েত প্রার্থী মুফলেশুর দত্ত,এছাড়াও ছিলেন সৌরবৃত্ত চ্যাটার্জী,অরুন পাইক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

মূলত আগামীকাল যাতে করে পাঁশকুড়া এলাকা থেকে বহুসংখ্যক কর্মীসমর্থক ধর্মতলার সভায় যোগদান করেন সেই বার্তাই দেওয়া হয়।

Related News

Also Read