Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

বারুইপুর অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে নামলো ড্রাইভাররা

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর চম্পাহাটি ও বারুইপুর
৪ নম্বর স্টেশন এর  কাছে অটো স্ট্যান্ড ইউনিয়ন সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলায় চলছে। যদিও এই অটো ইউনিয়ন গুলি তৃণমূল কংগ্রেসের পরিচালিত। এবার বারুইপুর অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামলো চাম্পাহাটি অটো ইউনিয়নের অটো ডাইভাররা । শনিবার সকালে চম্পাহাটি রেলগেট এর আগে ফায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে চম্পাহাটি  অটো ইউনিয়নের অটো ড্রাইভারা। অবরোধকারীদের  দাবি দীর্ঘদিন ধরে বারুইপুর অটো ইউনিয়নের লোকজন চার নম্বর প্লাটফর্মের কাছে অটো ঢুকতে না দিয়ে ওই অটো  প্যাসেঞ্জারদের নামিয়ে দিচ্ছে বারুইপুর রেলগেট এর আগে।  যার ফলে ক্ষতির স্বীকার হচ্ছে অটো চালকরা। অন্য দিকে চম্পাহাটি  অটো ইউনিয়ন  পক্ষ থেকে বলা হয়েছে স্টেশনের কাছাকাছি কোন জায়গা থেকে কোন ইউনিয়নের লোকজন প্যাসেঞ্জার তুলতে পারবে না। 

অভিযোগ গায়ের জোরে চম্পাহাটি স্টেশন এর কাছ থেকে প্যাসেঞ্জার তুলে আনছে, বারুইপুর অটো ইউনিয়ন পরিচালিত অটো চালকরা। বারবার সমস্যায় পড়ছে চম্পাহাটি ইউনিয়নের অটো চালকরা। এলাকার  বিধায়ক বিভাস সরদারের  কাছে বলে কোন সূরাহা না হওয়ায় অবশেষে চাম্পাহাটি রোড  অবরোধ করে আগুন জ্বালিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে চাম্পাহাটি অটো ইউনিয়নের লোকজন। যার ফলে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বিধায়ক না আসা পর্যন্ত বিক্ষোভ তুলবেন না অবরোধকারীরা। বারুইপুর থানার পুলিশ গেলে অটো ইউনিয়নের  নেতার সঙ্গে কথা বলে রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে দেয়।

Related News

Also Read