Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। ট্রেন বালিতের জেরে দুর্ভোগের শিকার ভোট কর্মীরা ।।

আজ সকাল থেকেই হাওড়া তারকেশ্বর লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রয়েছে।যার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন পঞ্চায়েত ভোটের প্রশিক্ষণে যাওয়া ভোট কর্মিরা। শেওড়াফুলি স্টেশন থেকে শেষ আপ তারকেশ্বর লোকাল যায় সকাল ৯ টায় তারপর থেকে মাঝের তিনটি ট্রেন বাতিল করা হয়েছে।সকাল ০৯:৪২ আপ তারকেশ্বর লোকাল ,১০:৩২ আপ আরামবাগ লোকাল ও ১০:৫৭ আপ তারকেশ্বর লোকাল বাতিল হয় আজ। এর ফলে দুর্ভোগে পড়তে হয়েছে কলকাতা, ব্যান্ডেল, নৈহাটি সহ বিভিন্ন জায়গা থেকে আসা ভোট কর্মিদের। প্রশিক্ষণ শুরু হওয়ার কথা সকাল সাড়ে দশটায়।

শেওড়াফুলি থেকে ট্রেন পাল্টে গন্তব্য পৌঁছনোর কথা। কারোর গন্তব্য সিঙ্গুর মহামায়া বিদ্যালয় , কারোর হরিপাল বিবেকানন্দ কলেজ আবার কারোর তারকেশ্বর। কিন্তু আদৌ প্রশিক্ষণ কেন্দ্রে যেতে পারবে কিনা সেই নিয়ে চিন্তিত ভোট কর্মিরা। তারা জানান ট্রেন ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা দিয়ে যেতে গেলে অনেক টাকা ভাড়া গুনতে হবে।এত টাকা দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছানো সম্ভব নয়। ফলে ট্রেনের জন্য অপেক্ষা করতেই হবে তাতে শো কজ করে করবে ।
শুধু ভোট কর্মীরা নয় সমস্যায় পড়েছেন বহু সাধারণ যাত্রী।শেওড়াফুলি স্টেশনের এক আধিকারিক জানান মেইনটেনেন্স এর কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।সেই নিয়ে গতকাল রাত্রে বিভিন্ন স্টেশনে মাইকিংও করা হয়েছিল।।।।

Related News