Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

গণেশ পুজোয় সাহাপুরে রক্তদান শিবির

গণেশ পুজোর আনন্দঘন পরিবেশে এবার মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মা মঙ্গলা আমরা কয়েকজন ক্লাব। রক্তের চলমান সংকটের কথা চিন্তা করে পটাশপুর–১ ব্লকের সাহাপুরে আয়োজিত হলো রক্তদান শিবির, যেখানে উৎসাহী মানুষের অংশগ্রহণে দিনটি রক্তদানের মহোৎসবে পরিণত হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর–১ ব্লকের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক, কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ সনাতন পড়িয়া, এবং এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদাতাদের সম্মান জানাতে তাঁদের হাতে পুষ্পস্তবক তুলে দেন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক ও ক্লাব কর্তারা।

 

পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৬ জন রক্তদাতা এদিন নিজেদের মূল্যবান রক্ত দান করেন, যা বহু রোগীকে নতুন জীবন দিতে সহায়তা করবে। পুরো শিবিরজুড়ে ছিল উৎসবের আমেজ, মানবিকতার বার্তা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট ছাপ।

রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল লায়ন্স ক্লাব অফ কন্টাই, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে।

 

গণেশ পুজোর পবিত্র উপলক্ষে সাহাপুরের এই রক্তদান শিবির নিঃসন্দেহে সমাজের সামনে এক মানবিক উদাহরণ হয়ে রইল।

Related News

Also Read