Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে নন্দীগ্রামে মৃত ২, আহত ২

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত হলো ২ জন।এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভেকুটিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

জানা গেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকয় বাড়ি বছর ষাটের কানাই জানার (৬০)। তাঁর বাড়িতেই বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন মৃত্যুঞ্জয় জানা নামে এক মিস্ত্রি (৫০)। তাঁকে সাহায্য করছিলেন কানাইবাবুর ছেলের শ্বশুর মানস গিরি(৫৬)। পরিবারের সদস্যরা বলছেন, শুরুতে সেপটিক ট্যাঙ্কের ভিতরে গিয়েছিলেন মৃত্যুঞ্জয়। কিন্তু, বিষাক্ত গ্যাসের দাপটে ভিতরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বাঁচাতে মানস-কানাই সহ পরিবারের অন্যান্যরা ভিতরে নামনে। কিন্তু, সকলেরই একই অবস্থা হয়। মুহূর্তেই চারজন অসুস্থ হয়ে পড়েন। 

জানা গেছে কোন রকমে সবাই উপরে এলেও ঘটনাস্থলেই মারা যান মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরি ।নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে কানাই জানা ও তার পুত্রবধু চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। পরিবারে কান্নার রোল। কান্নায় ভেঙে পড়েছেন ছেলে প্রসেনজিৎ জানা। তিনি আবার পেশায় সিভিক ভলান্টিয়ার বলে জানা যাচ্ছে। 

Related News