Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সতীর্থ বিধায়কদের সাথে অবস্থান বিক্ষোভ করলেন সুমিতা সিনহা

আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় সতীর্থ বিধায়কদের সাথে অবস্থান বিক্ষোভে অংশগ্রহন বলেন উত্তর কাঁথির  বিধায়ক সুমিতা সিনহা । সকাল ১১ টা থেকে ১ টা অবধি এই বিক্ষোভ চলে।

সুমিতা সিনহা বলেন – আমরা  অধ্যক্ষ এর কাছে সকাল ১১ টা থেকে ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমোদন চেয়েছিলাম, কিন্তু  অধ্যক্ষ তা দেননি, তথাপি আমরা একজন নারী হিসেবে একজন নারী প্রতি যে পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটেছে টা ধিক্কার  জানালাম।

তিনি আরো বলেন আজ গোটা বাংলা তথাrfgid ভারতবর্ষের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ জন যেভাবে এগিয়ে এসছে তাতে একজন নারী হিসেবে গর্বিত বোধ করছি। উপরন্তু, আজ মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিবস পালন করে ধনধান্য স্টেডিয়াম এ চিকেন বিরিয়ানি খাওয়াবেন, কিন্তু আজ কালা দিবস পালন করা উচিত ছিল, আমরা অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

Related News