নিম্নচাপে প্রভাবে টানা বৃষ্টি ও কেলেঘাই নদীর জল বৃদ্ধির কারণে ভগবানপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত ।ভগবানপুর এলাকার বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন,ভগবানপুর, কাজলাগড় ,আড়গোয়াল সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত |বিধায়কের অভিযোগ এই সমস্ত এলাকা প্লাবিত হওয়ার পরেও প্রশাসনের তরফ থেকে তেমন সহযোগিতা পাওয়া যায়নি | নিকাশি ব্যবস্থার বিপর্যস্ত হওয়ার জন্য এলাকা জলমগ্ন হয়েছে। জল নিষ্কাশনে ব্যাপক অসুবিধা হচ্ছে। যার কারণে প্রায়ই জলবন্দী এলাকাবাসী।

অপরদিকে ভগবানপুর বিধানসভার ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির কেলেঘাই সংলগ্ন নাঙ্গলকাটা এলাকা তে যান ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা | তিনি বলেন আমরা পরিস্থিতির ওপরে নজর রাখছি | শুধু তাই নয় পটাশপুর ব্লকের চিস্তিপুর এর কাছে নদী বাঁধ ভেঙেছে, রাস্তায় ধ্বস নেমেছে। এলাকার জনজীবন বিপর্যস্ত। এখনো কেলেঘাই নদীর জল বিপদ সীমার অল্প নিচে আছে। তবুও আতঙ্কিত এলাকাবাসী। যেকোনো সময় এলাকায় জল ঢুকে প্লাবিত করতে পারে। নদী বাঁধগুলি পরিদর্শন করেছে ব্লক প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। বিপর্যয় হলে মোকাবেলা করার প্রস্তুত ব্লক প্রশাসন।





