Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

পচা দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

প্রদীপ কুমার সিংহ

  ঘর থেকে এক ব্যাক্তির পচা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতের নাম রাজেশ কয়াল(৪৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ঋষি বঙ্কিম নগরে। এলাকার বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খবর দেন বারুইপুর থানায়। এলাকার কাউন্সিলর মোজাফফর আহমেদ ঘটনাস্থলে আসেন।

পুলিশ চলে আসে এলাকায়। ঘরের সামনে গ্রিলের দরজা ভিতর থেকে তালাবন্ধ ছিল। ওয়ার্ড এর কিছু কর্মী ও পুলিশ শাবল, হাতুড়ি নিয়ে এসে তালা ভাঙেন। গ্রিল পর্যন্ত ভাঙা হয়। তারপরে ভিতরে ঢুকে পচা গলা দেহ উদ্ধার হয়। এলাকার বাসিন্দারা খবর পেয়ে ভিড় করেন। ওনার এক আত্মীয় রতন সর্দার বলেন, কয়েকদিন আগে এস আই আর ফর্ম দিতে এসে ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি।সম্ভবত, ৮-৯ দিন আগেই মারা গিয়েছে। দীর্ঘদিন ধরে রাজেশ একাই থাকতেন। মানসিক রোগী হয়ে গিয়েছিলেন। কারুর সঙ্গে মিশতেন না। রাজেশ এর মা, বাবা আগে এই বাড়িতেই মারা গিয়েছিল। ওর এক দাদা বারুইপুর ফুলতলাতে থাকেন। প্রতিবেশীরাও বলেন, রাজেশ বাড়ি থেকে বেরোতেন না। কারুর সঙ্গে কথা বার্তা ছিল না।কীভাবে এই মৃত্যু তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। ওই ব্যাক্তির আত্মীয়দের সঙ্গে কথাও বলবে পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

Related News

Also Read