Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

জগন্নাথ মন্দির দর্শনে বাড়ি থেকে পালিয়ে দিঘায় দুই ছাত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় “জগন্নাথ ধাম” এর দ্বারোদঘাটনের পর থেকেই সারা রাজ্য জুড়ে আট থেকে আশি সকল বয়সের মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে।সেই উৎসাহের জেরেই এবার বাড়ি থেকে বাড়ি থেকে দিঘায় পালিয়ে এলো দুই নাবালক।পরে পুলিশ এদের উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই ১৩ ও ১৪ বছরের দুই নাবালকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়। তারা দু’জনেই বৈতা হাইস্কুলের ছাত্র। একজন ষষ্ঠ ও অন্যজন সপ্তম শ্রেণিতে পড়ে। এ দিন টিউশন পড়ার পর বাসে করে দুজনে দিঘায় পালিয়ে আসে।দিঘা বাসস্ট্যান্ডে নেমে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল দুই স্কুল পড়ুয়া।

 

জানা গেছে অপরিচিত দুই নাবালককে এই ভাবে অনেকক্ষণ ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় একজন সিভিক ভলান্টিয়ারের। এর পর তিনি স্কুল পড়ুয়াদের কাছে গিয়ে তাদের পরিচয়-সহ সেখানে আসার কারণ জানতে চান। কিন্তু স্কুল পড়ুয়ারা যা উত্তর দিলেন তা শুনে রীতিমতো চমকে উঠলেন সিভিক ভলান্টিয়ার। দিঘার জগন্নাথ মন্দির এতদিন মোবাইলের স্ক্রিনেই দেখে এসেছে ওই দুই পড়ুয়া। কিন্তু কাছ থেকে সেই মন্দির কেমন দেখতে লাগে তা দেখার জন্যই সেখানে পৌঁছে গিয়েছিল তারা।

 

দিঘা থানার ওসি অমিতকুমার প্রামাণিক বলেন বুধবার সকালে দিঘার বাস স্ট্যান্ডে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দুই নাবালককে ইতিস্তত ঘোরাঘুরি করতে দেখে সেখানে কর্মরত সিভিক ভলান্টিয়ারের সন্দেহ হয়।তাদের থানায় নিয়ে এসে কথা বলার পর ওদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করি। ওদের দু’জনকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ওসি বলেন সোস্যাল মিডিয়ায় দিঘার জগন্নাথ মন্দির দেখে ওদের ইচ্ছা হয়েছিলো জগন্নাথ মন্দির ও মুর্তি দর্শন।তাই এরা গোপনে বাড়ি থেকে পালিয়ে এসেছিলো

Related News

Also Read