Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

কাঁথি ও তমলুক লোকসভার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে জেলাশাসক দপ্তরে।

অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার মনোনয়ন পত্র আজ মঙ্গলবার পরীক্ষা করা হলো। পরীক্ষা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরের কাঁথি ও তমলুক লোকসভার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। কাঁথি লোকসভায় ৯ জন প্রার্থী এবং তমলুক লোকসভার জন্য ৯জন প্রার্থী বৈধ বলে ঘোষিত হয়েছে।

তালিকা অনুযায়ী কাঁথি লোকসভার ক্ষেত্রে বৈধ প্রার্থীরা হলেন  বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক,বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী ঊর্বশী ব্যানার্জি ভট্টাচার্য, বহুজন সমাজ পার্টির মাখনলাল মহাপাত্র, এসইউসিআইসি এর মানস প্রধান, নির্দল হিসেবে অর্জুন কুমার মাইতি, আহদুল্লাহ খাঁন, উত্তম বারিক, বিদেশ বসু মাইতি।তমলুক লোকসভার ক্ষেত্রে বৈধ প্রার্থীরা হলেন বিজেপির  অভিজিৎ গাঙ্গুলী, তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, বহুজন সমাজ পার্টির সাবিত্রী বিশাই,বাম কংগ্রেস জোটের বামফ্রন্টের সায়ন ব্যানার্জি,এসইউসিআই সি এর নারায়ণ চন্দ্র নায়ক, আই এস এফ এর মহিউদ্দিন আহমেদ, নির্দল হিসেবে কালিপদ দাস, দেবপ্রসাদ জানা, সূর্যনীল দাস। গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়। ষষ্ঠ দফার নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ আগামী ২৫ শে মে হবে।

Related News

Also Read