Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। মুক্তি পাচ্ছে “আউট অফ দা বক্স”।।

ইন্দ্রজিৎ আইচ :- মেল্টিং পয়েন্ট ফিল্মসের প্রযোজনায় সপ্তর্ষি ও প্রিয়মের পরিচালনায় ‘আউট অফ দ্য বক্স’ এর মোশন টিজার প্রকাশ্যে এল।

এখানে অভিনয় করেছেন সায়ন ঘোষ, সায়ন্তন সেন, অষ্মিতা ভাদুড়ী, দীপ, অরিজিৎ, সপ্তর্ষি গুহ প্রমুখ। ছবিতে মিউজিক করেছেন রাজদীপ দাশগুপ্ত ও ক্যামেরার দায়িত্বে রয়েছেন শুশোভন।

এবারের দুর্গাপুজোয় ২৩ সেপ্টেম্বর ‘আউট অফ দ্য বক্স’ মুক্তি পাচ্ছে মেল্টিং পয়েন্ট ফিল্মসের ইউটিউব চ্যানেলে। তার আগে মুক্তি পাবে ছবির পোস্টার ও ট্রেলার।

Related News