Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

হলদিয়া বন্দরে এক্সপ্রেস ট্রেনের  উদ্বোধনে অমল কুমার মেহেরা

হলদিয়া বন্দর থেকে সরাসরি চিন, জাপান, মালয়েশিয়া থেকে আসা কন্টেনার রেলপথের মাধ্যমে কলকাতায় যাওয়ার পরিবহনের সূচনা হলো । রবিবার পোর্ট লিংক এক্সপ্রেস নামে  একটি মালবাহী ট্রেন হলদিয়া বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল ।

কম খরচে দ্রুত হলদিয়া থেকে কলকাতায় পন্য আমদানি রপ্তানি শুরু করলো হলদিয়া বন্দর । প্রিষ্টিন এজেন্সির মাধ্যমে হলদিয়া ডক থেকে মালবাহী এক্সপ্রেসটি কলকাতা বালমার লরি সি এফ এস গোডাউনে পৌঁছাবে ।

কলকাতা থেকে হলদিয়া  নদীপথে জলস্থর কমে যাওয়ায়  কন্টেনার গুলি কলকাতা পৌঁছতে অনেক সময় এবং খরচ বেশি হয়ে যায় ।তাই রেল পথের মাধ্যমে দ্রুত কলকাতা পৌঁছানোর জন্য পোর্ট লিংক এক্সপ্রেস চালু হল ।

হলদিয়া বন্দরে সকালে এই এক্সপ্রেস ট্রেনের  উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া ডক কমপ্লেক্স এর ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা ও বন্দরের অন্যান্য আধিকারিকগণ ।

প্রাথমিকভাবে জানা গেছে সপ্তাহে দু তিনটি ট্রেন চালানো হবে । বিদেশ থেকে আসা জাহাজগুলি হলদিয়া বন্দরে  কন্টেনার খালি করবে , এরপর রেলপথে সেগুলি কলকাতাতে পাঠানো হবে।হংকংয়ের এসআইটিসি ইন্টারন্যাশনাল নামে একটি শিপিং সংস্থা হলদিয়া ও চিনের বিভিন্ন বন্দরের মধ্যে ডাইরেক্ট উইকলি এক্সপ্রেস সার্ভিস চালু করছে। এসআইটিসি আন্তঃ-এশিয়া এলাকায় একটি নেতৃস্থানীয় শিপিং লজিস্টিক কোম্পানি।

Related News

Also Read