দিনের আলোতে মহিলা জনপ্রতিনিধির হার ছিনতাইকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ ব্লকের বারবেড়িয়া গ্রামে।
নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মমতা পাত্র অফিস থেকে বাড়ি ফেরার পথে বারবেড়িয়া এলাকায় এসে পৌঁছলে তার গলার হার ছিনতাই করে দুষ্কৃতকারীরা। মমতা দেবী জানিয়েছেন তিনি বাড়ি ফেরার পথে তার পিছু ধাওয়া করছিল একটি বাইকে থাকা দুই যুবক। বারবেড়িয়ার কাছে তার পথ আটকায় ওই দুষ্কৃতকারী যুবকরা। কিছু সময় মমতা দেবীর সঙ্গে ধস্তাধস্তি করে গলার হার ছিনতাই করে নেয়। এই ঘটনা দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকেরা ছুটে এলে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়। ওই যুবকদের চিহ্নিত করতে পারেননি মমতা দেবী।
রেয়াপাড়া পুলিশ ফাঁড়িতে তিনি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে বলে জানা গেছে। মমতা দেবী বলেন জনপ্রতিনিধিদের নিরাপত্তা যদি না থাকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।তিনি এই ঘটনা বিডিও খাদ্য কর্মাধ্যক্ষ ও পর্ত কর্মাধ্যক্ষ কে জানিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করেছেন।





