পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ রেল স্টেশন মেচেদার নিরাপত্তা ব্যবস্থাকে আরো সূর্য করা হলো। শুক্রবার পাঁশকুড়া জি আর পি এস, খড়্গপুর জি আর পি ডিস্ট্রিক এর উদ্যোগে মেছেদা জি আর পি আউট পোস্টের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল। জি আর পি আউট পোস্টের ফিতা কেটে উদ্বোধন করেন রেলের আইজিপি দেবব্রত দাস।অ্যাডিসনাল এস আর পি খড়্গপুর দেবশ্রী সান্যাল। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো মেচেদা রেল স্টেশন। সেই রেল স্টেশনের যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউট পোস্টের উদ্বোধন হয়। পূর্ব মেদিনীপুরের এই স্টেশন চত্বরে যেকোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফ আই আর করতে বা পুলিশী অভিযোগ করতে যেতে হোতো ২০ কিলোমিটার দুরে পাঁশকুড়া জি আর পি তে, এবার মেছেদাতেই জি আর পি আউট পোস্টেই সমস্ত অভিযোগ জানাতে পারবে রেল যাত্রীরা। এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহন করতেও পারবে জি আর পি পুলিশ।





