আজ পয়লা জুলাই ডক্টর্স ডে।আজকের এই বিশেষ দিনে ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন।১৮৮২ সালের ১ লা জুলাই জন্মগ্রহন করেন এবং মৃত্যুও হয় ১৯৬২ সালের ১ লা জুলাই। আর এই দিনটি সর্বত্র ডক্টর্স ডে হিসেবে পালন করা হয়। রাজ্যের দ্বিতীয় মূখ্যমন্ত্রী এবং পাশাপাশি প্রখ্যাত চিকিৎসক হিসেবে পরিচিত।

আজ মেছেদায় স্টেশন চত্বর এলাকায় ভারতীয়,রেডক্রস সমিতির মেছেদা শাখার উদ্যোগে বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে ডক্টর্স ডে পালন করা হলো।এদিন রেডক্রসের পতাকা উত্তোলন করা হয়,এবং বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।পরে বিধান চন্দ্র রায়ের আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও সমাজসেবী ব্রহ্মময় নন্দ,মেছেদা রেডক্রস সমিতির কাউন্সিলর শ্যামসুন্দর পাখিরা, ডাক্তার রমেশ চন্দ্র বেরা,রজত কুমার চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টজনেরা।






