Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

কাঁথিতে বিজেপির তেরঙ্গা যাত্রা

অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে আজ কাঁথির “শ্রীশ্রী ভবতারিণী” মায়ের মন্দিরের সামনে থেকে কাঁথি শহর পরিক্রমা করে মেছেদা বাইপাস পর্যন্ত তেরঙ্গা যাত্রা করে ভারতীয় বীর সেনা বাহিনী গণ দের সম্মান জানানো হলো।

তেরঙ্গা যাত্রায় অংশ গ্রহণ করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী,দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা, খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি সোমনাথ রায় সহ অন্যান্যরা।

Related News

Also Read