কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতে এস বি এম এর কাজে নিযুক্ত সাফাই কর্মী ও তাদের পরিবারের লোকেদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হল। মঙ্গলবার বিকালে লোক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক কর্মী ও তার পরিবারের লোকেদের স্বাস্থ্য পরীক্ষা করলেন। এই শিবের সূচনা করেন পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস। শিবিরে দেড়শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস বলেন প্রত্যেক পঞ্চায়েত সদস্য ও তাদের পঞ্চায়েতের এস বি এম প্রকল্পে সাফাই কাজে নিযুক্ত কর্মীগন এর সহযোগিতায় আয়োজিত শিবির সাফল্য মন্ডিত হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন।
Post Views: 8