তৃণমূল নেতাদের মারধরের অভিযোগে গ্রেফতার হল খেজুরি ২ ব্লকের নিচকসবা গ্রাম পঞ্চায়েতে প্রধানের স্বামী। অভিযোগ গত ১২ জুন খেজুরিতে তৃণমূল রাজ্য নেতৃত্ব কুনাল ঘোষ, মন্ত্রী বিরবাহ হাঁসদা, শিউলি সাহার জনসভা শেষ করে বাড়ি ফেরার সময় কয়েকজন তৃণমূল নেতৃত্বকে মারধর করে বিজেপি নেতৃত্ব।
ঝসেই অভিযোগে তালপাটিঘাট উপকূলীয় থানার পুলিশ গ্রেফতার করে নিচকসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মন্ডলের স্বামী শুকদেব মণ্ডল কে। তাকে আজ শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
Post Views: 22