Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

শাস্তির দাবিতে পূর্ব বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

প্রদীপ কুমার সিংহ :- আর জি কর হাসপাতালে  কাণ্ডের প্রতিবাদে বারুইপুর পূর্ব বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল হয় শনিবার বিকালে। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার সহ যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী  সহ বারইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ তৃণমূল কংগ্রেসের প্রায় দশ হাজার সমর্থক। এই পৃথিবীতে শুরু হয় রামনগর দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত  রামনগর স্কুল মাঠ থেকে সেটি ফুলতলা হয়ে সীতাকুন্ডু রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পর্যন্ত। এই মিছিলে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আর জি কর হাসপাতাল কাণ্ডের যে মহিলা ডাক্তার নিশংসভাবে ধর্ষণও খুন হয়েছে যে খুন করেছে সেই খুনি বা খুনিদের শাস্তির দাবিতে  এই মিছিল। এই মিছিলে স্লোগান আসে আরজিকর কান্ডের মহিলা ডাক্তার  কেস সি বি আই এর হাতে প্রায় ১৭-১৮ দিন হয়ে গেল এখনো পর্যন্ত তার কোন ইমপ্রুভ দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ। সেই জন্যই মিছিলে স্লোগান উঠে ইউ ওয়ান জাস্টিস। মা বোনেরা বেঁধে জোট জাস্টিস ফর আরজি কর।
আর্জি কর কাণ্ডের প্রতিবাদে অপরাধীদের ফাঁসির দাবিতে ও পৈশাচিক হত্যাকাণ্ড নিয়ে বিজেপি ও সিপিএমের ভিন্ন রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। এই মিছিলে চোখে পড়ার মতো মহিলাদের ভিড় ছিল। সামনে এলাকার মহিলারা প্রতিবাদ মিছিলে এগিয়ে যায়। প্রায় ৪ কিলোমিটার রাস্তা পদব্রজে এই মিছিল করে।
এলাকার বিধায়ক বিভাস সরদার বলেন ডাক্তার বোন নৃশংস ধর্ষণও খুন হয়েছে তার প্রতিবাদে রাস্তায় সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা খুনির ফাঁসির দাবিতে এই মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তিনদিন পরেই বলেছেন যে খুন করেছে তার ফাঁসি চাই।

মুখ্যমন্ত্রী বিধানসভাতে এই নিয়ে একটি বিল আনতে চলেছে যাতে ধর্ষক বা খুনিরা ছাড়া না পায় কপার বিচার হয় যেন কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই বিলের বিরোধিতা করবে বলে জানিয়েছে। পশ্চিম বাংলাকে বিএফই এক অস্থিরতার জায়গায় নিয়ে যেতে চলেছে। আমরাও আমাদের দল তার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে।
পাশাপাশি বারুইপুর পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডের পৌরপিতা পৌর মাতা আরজিকর কান্ডের প্রতিবাদে মিছিল করে।  রবিবার দিন বারইপুর মহাকুমার শাসকের দপ্তরের সামনে  একটি ধর্ণা ও বিক্ষোভে কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা  পর্যন্ত সেই কর্মসুচি হবে।

Related News