Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

ইট ভাটায় দুষ্কৃতীদের হামলায় উত্তেজনা ছড়ালো এগরায়

বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা ইটের ভাটায় আক্রমণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো। আতঙ্কে এগরা থানায় লিখিত অভিযোগ জানালেন ইটের ভাটার মালিক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার নূরভুঁইয়াচক গ্রামের আর্য্য ব্রিক ফিল্ড নামক ইটের ভাটায়। জানা গেছে সকাল ৮ টায় পটাশপুর থানার অন্তর্গত সাতশতমাল থেকে রেজ্জাক আলীর নেতৃত্বে প্রায় ২০০ জন সসস্ত্র দুষ্কৃতীবাহিনী এসে এই ইটের ভাটায় হামলা চালায়। ঐ ইটের ভাটার শ্রমিকদের মারধর করে। খাওয়ারের হাঁড়ি উল্টে দেয়। একপ্রকার তাণ্ডপ চালায় দুষ্কৃতীরা। ইটের ভাটায় কাজ করা শ্রমিকদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অবিলম্বে কাজ ছেড়ে বাড়ি চলে যেতে বলে দুষ্কৃতীরা।বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। ভিন জেলা ও রাজ্য থেকে আগত ইটের ভাটায় কর্মরত বহু শ্রমিক ভয়ে আর কাজ করতে চাইছেন না। বেশ কিছু শ্রমিক প্রাণের ভয়ে কাজ ফেলে পালিয়েছে বলে অভিযোগ করছেন ইট ভাটার মালিক অরুন মাইতি ।

ঘটনাসূত্রে জানা গেছে বাথুয়াড়ি এলাকায় একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্প করাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। বাথুয়াড়ি এলাকায় রেজ্জাক আলী ও অরুন কুমার মাইতি দুজনেই পেট্রল পাম্প করার আবেদন জানিয়েছিলেন। পরবর্তীকালে আইনি জটিলতায় রেজ্জাক আলী ঐ পাম্প করতে পারেননি। তাঁর পর থেকে নানা আছিলায় ইট ভাটার মালিকের ক্ষতি করার চেষ্টা করছেন বলেই অভিযোগ। তবে বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুজিত শি জানিয়েছেন, আমার কানে ও বিষয়টি এসেছে। আমি খোঁজখবর নিয়ে দেখছি। যদি দুই পক্ষের কোনো সমস্যা আছে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। তবে বহিরাগতদের এইভাবে ইটের ভাটায় এসে ঝামেলা করা উচিত হয়নি। এই ঘটনায় ইট ভাটার মালিক এগরা থানায় রেজ্জাক আলীর বিরুদ্ধে লিখত অভিযোগ জানিয়েছেন।

Related News

Also Read