Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। প্রধানমন্ত্রীর জন্মদিনে সৈকত শহরে সাফাই অভিযান বিজেপির ।।

ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজী’র জন্মদিন উপলক্ষ্যে শনিবার স্বচ্ছতা অভিযান চালালো বিজেপি কর্মী সমর্থকেরা ।

কেন্দ্র সরকারের “স্বচ্ছ সাগর মিশন” প্রকল্পকে সামনে রেখে,ভারত সরকারের পরিবেশ মন্ত্রকের আহ্বানে পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমণিতে সমুদ্রতট ও সমুদ্রে ভেসে থাকা আবর্জনা ও জঞ্জাল পরিষ্কার কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।



কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,বিশিষ্ট সমাজসেবী সত‍্যেন পঞ্চধ‍্যায়ী,মৌমিতা দাস,রুবি মান্না,ঘনশ‍্যামলা দাস,সচ্চিদানন্দ দাস প্রমুখ।


মান্দারমণি ছাড়াও শংকরপুর, নতুন দিঘা, পুরাতন দিঘাতেও একই কর্মসূচী সম্পন্ন হয়।

Related News

Also Read