কেকা মিত্র :- কলকাতার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র প্রতি বছরের মতো এবারো 2025 এর ক্যালেন্ডার লঞ্চ করলো।
গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সাউথ সিটির পাশে ইরানি মিত্রর স্টুডিও তে 2025 এর এই ক্যালেন্ডার টি উদ্বোধন করলেন
বাংলার বিখ্যাত অভিনেত্রী দোলন রায়। এবারের এই বছরের ফেস হলেন দোলন রায়।
তাই দোলন রায় নিজে খুব উচ্ছসিত। তিনি সাংবাদিক সম্মেলনে জানালেন আমি তিরিশ বছর ধরে অভিনয় করছি। কিন্তু কোনোদিন ভাবিনি আমার ছবি দিয়ে ক্যালেন্ডার হবে। সেই সুযোগটা আমায় দিয়েছে একমাত্র ইরানি মিত্র।
তাই তাঁকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রতিবেদক এর এক
প্রশ্নের উত্তরে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র জানালেন 2017 সালে উল্টোরথের দিন আমি প্রথম এই ফ্যাশন ডিজাইনিং এর স্টুডিও খুলি। এই স্টুডিও উদ্বোধন করে ছিলেন অভিনেত্রী দোলন রায় ও ইন্দ্রানী হালদার।
আজ এবারের ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠানে দোলন রায় ছাড়া ছিলেন ন্যাশনাল মডেল দিব্যদ্যুতি বিশ্বাস এবং ইন্টারন্যাশনাল মডেল রেহান কবীর। এই অনুষ্ঠানে চমৎকার আবৃত্তি করেন সুস্মিতা দাস।
আধুনিক ও হিন্দি গান পরিবেশন করেন সুমনা নিয়োগী। মূলত নতুন বছর ও
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ইরানী মিত্র ক্যালেন্ডার লঞ্চ করলেন।
এই অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি সহ নানা রকমের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। এবারে শীতকালীন ইরানী মিত্রের ডিজাইনার শালের মডেলও ছিলেন দোলন রায় ।পাশাপাশি দোলন রায়ও পুরোনো দিনের কিছু স্মৃতি রোমন্থন করে ইরানী মিত্রের ভুয়সী প্রশংসা করেন। একটি সুন্দর আবৃত্তিও পরিবেশন করেন দোলন রায়।আগামী তে আবারও ইরানী মিত্রের পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চান জানালেন দোলন রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগা প্রশিক্ষক মডেল রিক্তা আচার্য্য, জয়শ্রী,মহুয়া,কাকলী, সুচরিতা, মেঘা,নীলাঞ্জনা, মৌসুমী সুদেষ্ণা,আরতি,রূপ সায়নী, দীপ নিগম, কৃষ্ণা লক্ষণী় সহ আরও অনেকে। ক্যালেন্ডার এর মডেল দের প্রসাধনের দায়িত্বে ছিলেন পল্লবী ও দীপ্ত আর ফটোগ্রাফি তে ছিলেন সিদ্ধার্থ ব্যাস। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মডেল অভিনেত্রী এবং সঞ্চালনার জন্যে পরিচিত মুখ শিল্পী সর্বাণী চ্যাটার্জী। অনুষ্ঠান শেষে ডিজাইনার ইরানী মিত্র জানান নতুন এই বছরে আরও আরও আকর্ষণ নিয়ে হাজির হবে তার ব্র্যান্ড আর সেগুলি ক্রমশ প্রকাশ্য। ইরানী মিত্র এক সাংবাদিক সম্মেলনে জানালেন
2022 সাল থেকে ইংরেজি ক্যালেন্ডার এবং বাংলার নতুন বছরে বাংলায় ডাইরি আমি লঞ্চ করছি সেই সঙ্গে এই বাংলার নতুন প্রতিভা কে তুলে ধরছি।
নাচ, গান, আবৃত্তি , অভিনয়, মডেলিং, মিউজিক সব ধরনের ট্যালেন্ট কে আমি আমার কাজের মাধ্যমে সুযোগ দিচ্ছি। ইতি মধ্যে 50 থেকে 60 জন সেলিব্রেটি মডেল আমি তৈরি করেছি। আমার এই ফ্যাশন ডিজাইনিং এর পোশাক পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, রেশমী মিত্র, দেবিকা মুখার্জী, রায়তি ভট্টাচার্য্য, দেবলীনা কুমার, পাপিয়া সেন থেকে অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়। আমি তিন ধরনের ফ্রেব্রিক দিয়ে ছেলে মেয়েদের পোশাক তৈরি করি। ইন্ডিয়ান – ওয়েস্টার্ন সব ধরনের পোশাক আছে পুরুষ ও মহিলাদের। সারা ভারতবর্ষ আমায় ঘুরতে হয় আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে। বিভিন্ন ফ্যাশন উইকে যেতে হয়। আমার একটা পরিকল্পনা রয়েছে ফ্যাশন ইনস্টিটিউট তৈরি করার।
