প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার মল্লিকপুর ফাঁড়ি পুলিশ ৯ কেজি গাঁজা ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর সোমবার রাতে মল্লিকপুর ফাঁড়িতে একটি খবর আসে সেই খবর অনুযায়ী মল্লিকপুরে ফাঁড়ির এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে একটি টিম রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই সময় রাস্তা দিয়ে একটি আইটেম হুইলার গাড়ি আসতে দেখে তারা সন্দেহ হয় সঙ্গে সঙ্গে সেই গাড়িটিকে দাঁড় করায়। এবং গাড়ির ভিতরে একজন ব্যক্তি কে ও তিনটে ব্যাগ দেখতে পায়। সেই ব্যাগ তিনটিকে সার্চ করে ৯ কেজি গাঁজা উদ্ধার করে।
ওই ব্যক্তিকে ধরে । ওই গাঁজার আনুমানিক বাজার মূল্য দু লক্ষ টাকা। ধৃত ব্যক্তির নাম আবু হোসেন সরদার।বাড়ি বারুইপুর থানার অন্তর্গত পাঁচঘড়ার মুসলমান পাড়ায়।
পুলিশ সূত্রে আরো খবর আবু হোসেন সরদার গাজরা বিক্রেতা।আবু হোসেন মণ্ডল কে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করে।






