পূর্ব মেদিনীপুর জেলার রামনগর- ২ ব্লকের সটিলাপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ শীতলা গ্রাম সংসদে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সহযোগিতায় দলাই পাড়া থেকে পিচ রাস্তা পর্যন্ত ঢালাই রাস্তায় কাজ শুরু হলো। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অসুবিধা মধ্যে পড়তে হচ্ছিলো এবং এই রাস্তা নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিল।

রাস্তা বেহাল থাকায় ছাত্র-ছাত্রীরা আসা যাওয়া করতে পারত না।রোগীদের যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতো। এই রাস্তা নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। তাই এলাকার জনগণের সুবিধার্থে সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে।
উপস্থিত ছিলেন এই গ্রাম সংসদের সদস্য তন্ময় মহুরি, গ্রাম পঞ্চায়েতের প্রধান শচিদানন্দ দাস ও গ্রামবাসী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Post Views: 35





