Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

উত্তম বারিকের সমর্থনে খেজুরীতে দলীয় কর্মীসভা

বিধানসভার ভুল শুধরাচ্ছে খেজুরী।গত ২০২১ সালে শুভেন্দু অধিকারীর মন্ত্রনায় পড়ে এই বিধানসভা বিজেপির হাতে তুলে দিয়েছিলো।এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনে সেই ভুল করবেনা এলাকার বাসিন্দারা।শনিবার খেজুরীতে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে খেজুরীতে দলীয় কর্মীসভায় এই দাবি করেন রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী তথা দলের এই কেন্দ্রের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জী।

এদিনের সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী উত্তম বারিক,তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষকান্তি পন্ডা,প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিমান নায়ক প্রমুখ।

রাজীব ব্যানার্জী বলেন এলাকার স্থানীয় তৃনমূল নেতৃত্ব ও কর্মীদের সজাগ থাকতে হবে।ওরা অনেক ছলচাতুরি করবে।মানুষকে ভুল বুঝাবে,বিপদে ফেলার চেষ্টা করবে।তবে ২০২১ এর মত আর সহজে খেজুরীর মানুষ শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির পাতা ফাঁদে পা দেবে না।পঞ্চায়েত নির্বাচন থেকেই সেটা খেজুরী বুঝাতে শুরু করেছে।রাজীব ব্যানার্জী সকলকে ঐক্যবদ্ধ ভাবে উত্তম বারিককে জয়ী করতে প্রচারে ঝাঁপানোর আহ্বান জানান

Related News