প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় মৃত ১ জখম ২। জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যান। তাঁর পেছনে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারে আরো একটি ট্রাক। পিকআপ ভ্যানটি কোলাঘাটের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিলো। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ১ জনের, পিকাপ ভ্যান এর মধ্যে থাকা চালকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

গুরুতর জখম ২, তাঁদের তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ আসে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এমন ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়,বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগিয়ে গাড়ির মধ্যে আটকে থাকা চালককে বের করার চেষ্টা করেন তাঁরা। পরে ময়না তদন্তের জন্য তাঁর মৃতদেহ তমলুক হাসপাতালে পাঠানো হয়।
